বিশেষ সংবাদদাতা : চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষার প্রথম দিন শনিবার (২ নভেম্বর) কক্সবাজার জেলায় অনুপস্থিত থেকেছে ৬২৭ জন পরীক্ষার্থী। তবে এদিন কোনো পরীক্ষার্থীকে বহিস্কারের ঘটনা ঘটেনি।
শনিবার (২ নভেম্বর) সকালে অনুষ্ঠিত বাংলা ১ম পত্র বিষয়ের পরীক্ষা শেষে বিকেলে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. মাহবুব হাসান এসব তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, এবার চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে কক্সবাজার জেলায় ৩৩টি কেন্দ্রে মোট ৩৩ হাজার ৪’শ ৭৬ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিলো। তবে অংশ নেয় ১ লাখ ৩২হাজার ৮’শ ৪৯ জন।
কক্সবাজার কক্সবাজার ৬২৭ পরীক্ষার্থী অনুপস্থিত ছিলো বলে জানান পরীক্ষা নিয়ন্ত্রক মো. মাহবুব হাসান।