জসিম উদ্দিন টিপু, টেকনাফ :
টেকনাফের ৩২তম ইউএনও হিসেবে যোগদান করেছেন মোহাম্মদ সাইফুল ইসলাম। ইতিমধ্যে বিদায়ী ইউএনওর কাছ থেকে নবাগত ইউএনও দায়িত্বভার গ্রহণ করেছেন।
২৯ তম বিসিএসের এই ক্যাডার পাবলিক প্রশাসকের উপর লন্ডন থেকেও উচ্চতর ডিগ্রী লাভ করেন। অত্যন্ত মেধাবী এবং সৎ কর্মকর্তা হিসেবে তাঁর সুনাম রয়েছে। নবাগত ইউএনও চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার বাসিন্দা। পারিবারিক জীবনে তিনি বিবাহিত। এক পুত্র সন্তানের জনক বলে জানাগেছে।
প্রসঙ্গত: গত ৬ নভেম্বর বুধবার নবাগত ইউএনও বিদায়ী ইউএনও রবিউল হাসানের কাছ থেকে দায়িত্বভার বুঝে নেন। দায়িত্ব পালনকালে তিনি সংশ্লিষ্ট সকলের আন্তরিকপূর্ণ সহযোগীতা কামনা করেন।