টেকনাফ সংবাদদাতা : কক্সবাজারের টেকনাফে ৮ হাজার পিস ইয়াবাসহ কহিনুর নামে এক নারী মাদক কারবারিকে আটক হয়েছে র্যাব সদস্যরা।
জানা গেছে, বৃহস্পতিবার টেকনাফের হ্নীলা ৯ নম্বর ওয়ার্ডের মোচনীপাড়া এলাকায় মাদকবিরোধী সাঁড়াশি অভিযান পরিচালনা করে র্যাব ১৫ (সিপিসি-১)। এ সময় ওই এলাকার একটি বসতবাড়ি থেকে ৮ হাজার পিস ইয়াবাসহ এক নারী মাদক কারবারিকে আটক র্যাব সদস্যরা। আটক নারী হচ্ছেন হ্নীলা ইউনিয়ন মোচনী এলাকার নুর আহাম্মদের স্ত্রী কোহিনূর আকতার (২১)।
এ অভিযানের সত্যতা নিশ্চিত করে র্যাব-১৫, সিপিসি-১ এর ইনচার্জ লেফট্যানেন্ট মির্জা শাহেদ মাহতাব জানান, গোপন সংবাদের মাধ্যমে খবর পেয়ে র্যাবের একটি দল ইয়াবাসহ এই নারীকে আটক করতে সক্ষম হয়।
তিনি আরো বলেন, মাদক পাচারে জড়িত অপরাধীরা বিভিন্ন কৌশলে তাদের অপকর্ম অব্যাহত রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে তাদের সেই অপচেষ্টা প্রতিরোধ করার জন্য র্যাবের মাদক বিরোধী চলমান অভিযান অব্যাহত আছে এবং থাকবে।