রাইজিং কক্স ডেস্ক : আগামীকাল ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস। করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে আগামী ৯ এপ্রিল পর্যন্ত দেশের সব স্কুল-কলেজ, মাদরাসা, প্রাইমারি স্কুল, কিন্ডারগার্টেন, কোচিং সেন্টারসহ সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। এ পরিস্থিতিতে ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে সব স্কুলে জাতীয় পতাকা উত্তোলন নিশ্চিত করার নির্দেশ দেয়া হয়েছে। সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন করতে এবং সূর্যাস্তের সাথে সাথে জাতীয় পতাকা নামানোর বিষয়টি নিশ্চিত করতে বলা হয়েছে স্কুলগুলোকে। একই সাথে করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে শিক্ষক-কর্মকর্তাদের নিজ নিজ অবস্থানে থেকে সচেতনতা সৃষ্টির চেষ্টা চালিয়ে যেতে বলা হয়েছে।
বুধবার (২৪ মার্চ) এ সংক্রান্ত আদেশ জারি করেছেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের রংপুর বিভাগীয় উপ-পরিচালক।
জানা গেছে, ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে সব স্কুলে জাতীয় পতাকা উত্তোলন নিশ্চিত করতে টেলিফোনে নির্দেশ দিয়েছেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক মো. ফসিউল্লাহ। সে অনুযায়ী সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন করতে এবং সূর্যাস্তের সাথে সাথে জাতীয় পতাকা নামানোর বিষয়টি নিশ্চিত করার নির্দেশ দেয়া হয়েছে স্কুলগুলোকে।
Leave a Reply