সম্মানিত উখিয়াবাসী
আসসালামু আলাইকুম।
আগামীকাল ইং ২৬/০৩/২০২০ তারিখ থেকে ০৪/০৪/২০২০ তারিখ পর্যন্ত (পরবতী নির্দেশ না আসা পর্যন্ত) সরকারী সিদ্ধান্ত মোতাবেক কক্সবাজার এবং আশপাশের রাস্তায় কোন ধরনের গণপরিবহন চলবে না।
তাই নিম্নোক্ত গণপরিবহন ————- টমটম, সিএনজি, ইজিবাইক, বাস, ট্রাক, ড্রাম ট্রাক ডাম্পার সহ সকল ধরনের ভাড়ায় চালিত যানবাহন এর আওতাভুক্ত থাকবে।
এম্বুলেন্স, ফায়ার সার্ভিস, কাঁচামাল পরিবহন, জরুরি ঔষধ পরিবহন চালু থাকবে। সুতরাং প্রিয় উখিয়াবাসী সরকারী আদেশের বরখেলাপ না করার জন্য সকলকে আন্তরিক ধন্যবাদ।
বাসায় থাকুন, নিরাপদে থাকুন,
নিজেকে ভাইরাস করোনামুক্ত রাখুন।
আপনি নিরাপদে থাকলে
পরিবার, দেশ নিরাপদে থাকবে।
প্রচারেঃ অফিসার ইনচার্জ
উখিয়া থানা, কক্সবাজার।
(বিঃ দ্রঃ Oc Ukhiya নামক ফেসবুক পেইজে বৃহস্পতিবার পোস্ট করা তথ্যটি রাইজিং কক্স ডটকম’র পাঠকদের জন্য হুবহু তুলে ধরা হয়েছে।)
Leave a Reply