রাইজিং কক্স ডেস্ক : সারা বিশ্বে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা সাড়ে ৬ লাখের বেশি, মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৩০ হাজার।
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সারা বিশ্বে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৩০ হাজার। আর বিশ্বব্যাপী আক্রান্ত হয়েছেন সাড়ে ৬ লাখের বেশি মানুষ। এরমধ্যে, শুধুমাত্র ইতালিতেই গেল ২৪ ঘন্টায় ৮৮৯ জন মারা গেছে। দেশটিতে মৃতের সংখ্যা ১০ হাজার ছাড়িয়েছে।
স্পেনে গেল ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ৬৭৪ জনের। যুক্তরাজ্যে একদিনে মারা গেছে ২৬০ জন। এ নিয়ে দেশটির মৃতের সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ১৯ জন।
যুক্তরাষ্ট্রে করোনা মোকাবিলায় ২ লাখ কোটি মার্কিন ডলারের আর্থিক প্রণোদনা প্যাকেজে সই করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর একশ’ দিনের মধ্যে মার্কিন গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান জেনারেল মোটরসকে এক লাখ ভেন্টিলেটর উৎপাদনের নির্দেশ দিয়েছেন তিনি।
অন্যদিকে, করোনায় শক্তিশালী অর্থনীতির দেশগুলোতে আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়তে থাকায় উদ্বেগ প্রকাশ করেছেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেডরস আধানম গেব্রিয়াসাস। তিনি জানান, প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জামের ঘাটতিই করোনা আক্রান্তদের প্রাণ বাঁচানোর সবচেয়ে বড় চ্যালেঞ্জ।
সচেতনতায়- রাইজিং কক্স ডটকম
Leave a Reply