1. kalamazad28@gmail.com : risingcox.com : Rising Cox
  2. msalahuddin.ctg@gmail.com : RisingCox :
  3. engg.robel@gmail.com : risingcoxbd :
বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০২৩, ০৮:৩৯ অপরাহ্ন

ওসি মর্জিনা উখিয়াবাসীকে যে বার্তা দিলেন

Reporter Name
  • Update Time : সোমবার, ৩০ মার্চ, ২০২০
  • ১২ Time View

প্রিয় উখিয়াবাসী,
আসসালামু আলাইকুম।
#আবারো আপনাদের উদ্দেশ্যে অবশ্য করণীয় কিছু বিষয় নিয়ে হাজির হলামঃ

#আপনাদের সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আজ পর্যন্ত কোভিড-১৯ কিংবা করোনা ভাইরাসের কোন প্রতিষেধক অথবা কোন ঔষধ আবিষ্কার হয় নাই।
#তাই করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকানোই হবে আমাদের প্রধান কাজ।
#মাননীয় প্রধানমন্ত্রী করোনা ভাইরাসের বিস্তার রোধ কল্পে একে যুদ্ধ হিসেবে ঘোষণা দিয়েছেন।
#আর এই যুদ্ধে জয় লাভের প্রধানতম শর্ত হচ্ছে, নিজ বাসা-বাড়ি কিংবা ঘরে অবস্থান করা।
#নিজে সচেতন হয়ে অন্যকে সচেতন করে তুলতে হবে।
#নিজ এলাকা, গ্রাম, পাড়া-প্রতিবেশিদের মধ্যে সচেতনতা বাড়াতে হবে।
#সর্বদা পরিস্কার পরিচ্ছন্ন থাকতে হবে । #বাসা-বাড়ি, মার্কেট ব্যবসা প্রতিষ্ঠানের আশপাশ পরিস্কার পরিচ্ছন্ন রাখতে হবে
#ঘন ঘন সাবান / হ্যান্ড স্যানিটাইজার/হ্যান্ড ওয়াশ ইত্যাদি দিয়ে কম্পক্ষে ২০ সেকেন্ড হাত পরিস্কার করে ধুতে হবে।
#কারণ অপরিস্কার হাতে চোখ -মুখ- নাক স্পর্শ করা যাবে না।
#অবশ্যই সামাজিক দূরত্ব মেনে পরস্পরের মধ্যে তিন ফুট বা দুই হাত দূরত্ব মেনে চলাচল করতে হবে।
#মুখে মাস্ক, হ্যান্ডগ্লাভস ও সম্ভব হলে সানগ্লাস ব্যবহার করতে হবে।
#যতটা সম্ভব ফুলস্লিভ কাপড়,শার্ট পরিধান করে বাইরের প্রয়োজন সেরে নিন!
#ব্যবসা প্রতিষ্ঠান কিংবা অফিস- দোকানের সামনে লাল বা অন্য যে কোন রঙ ব্যবহার করে তিন ফুট বা দুই হাতের দূরত্ব নিশ্চিত করতে হবে।
#জরুরী প্রয়োজন ব্যতীত বাসা-বাড়ির বাইরে আসা পরিহার করতে হবে। অর্থাৎ অযথা বাইরে ঘোরাঘুরি করবেন না!
#ঘন ঘন পানি ও ফলের রস পান করে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে হবে।
#জনসমাগম ও ভীড় এড়িয়ে চলতে হবে।
#অপরিচিত , প্রবাসী কিংবা ঢাকা ভ্রমণ কারীদের সঙ্গ পরিহার করে চলতে হবে।
#ভ্রমণ ইতিহাস আছে এমন ব্যক্তি গণকে অবশ্যই কমপক্ষে ১৪/১৫ দিন হোম কোয়ারেন্টাইন থাকতে হবে।
#পরিবারের অন্য সদস্যগণ অবশ্যই দায়িত্বশীলতার পরিচয় দিবেন এবং সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন।
#প্রতিদিন আমরা আইনশৃঙ্খলা বাহিনী আপনাদের সচেতন ও সতর্ক করার লক্ষ্যে এবং সামাজিক দূরত্ব বজায় রাখার নিমিত্তে আপনাদের পাড়ায় -পাড়ায়, মহল্লায়, এলাকায়, বাজার-ঘাট সর্বত্রই প্রচারণা চালিয়ে যাচ্ছি।
#আপনারা যদি এতটুকু সচেতন হোন এবং আমাদের সহযোগিতা করেন তাতেই আমাদের করোনা প্রতিরোধে সফলতা মনে করবো।
#সামাজিক দূরত্ব বজায় রেখে আপনারাও এই যুদ্ধে নিজের জীবন ও মানুষের জীবন বাঁচাতে ভুমিকা রাখতে পারেন।
#সরকারি ঘোষণা ও নিয়ম মেনে চলা প্রত্যেক নাগরিকেরই কর্তব্য।
#আপনাদের সকলের সুস্থতা ও নিরাপদ জীবনই — আমাদের কাম্য।
#আসুন সবাই পরিস্কার পরিচ্ছন্ন থাকি
করোনা ভাইরাস মুক্ত ———————
সুস্থ সুন্দর জীবন গড়ি।
#কক্সবাজার পুলিশ প্রশাসনের পক্ষে উখিয়া থানা পুলিশ সর্বদাই আপনার/আপনাদের সাথে আছি।
#যে কোন প্রয়োজনে ০১৮৪০-১১৮২১১ (ডিউটি অফিসার)
কিংবা ০১৭১৩-৩৭৩৬৬৫ (ওসি)
এই নম্বর গুলোতে যোগাযোগ করুন!

প্রচারেঃ
অফিসার ইনচার্জ
উখিয়া থানা, কক্সবাজার।

(বিঃ দ্রঃ উখিয়া থানার অফিসার ইনচার্জ কর্তৃক পরিচালিত Oc Ukhiya নামক ফেসবুক পেইজে রোববার রাতে শেয়ার করা পোস্টটি রাইজিং কক্স ডটকম’র পাঠকদের জন্য হুবহু তুলে ধরা হয়েছে।)

জনসচেতনতায়- রাইজিং কক্স ডটকম

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 Rising Cox
Theme Customization By NewsSun