নিজস্ব প্রতিবেদক : করোনাভাইসের কারণে বিশ্বের মত দিশেহারা উখিয়ার অসহায় মানুষগুলোর পাশে দাঁড়াতে মানবিক উদ্যোগ নিয়েছে ‘উখিয়া অনলাইন প্রেসক্লাব’। এই উদ্যোগকে স্বাগত জানিয়ে ইতিমধ্যে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। রোববার রাত ১১টা পর্যন্ত তহবিলে একদিনে ২২ জনের অনুদানে যোগ হয়েছে ২৭,৫৪০ টাকা।
সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন যারা…
১। এম. ফেরদৌস ওয়াহিদ, দৈনিক সকালের সময়/ডেইলি কক্স ২০০০ টাকা
২। আরফাত হোসেন চৌধুরী, উখিয়া প্রতিনিধি, দৈনিক আমাদের কণ্ঠ ১৫৩০ টাকা
৩। শফিক আজাদ, দৈনিক যুগান্তর/ডেইলি কক্স ১০২০ টাকা
৪। পলাশ বড়ুয়া, দৈনিক আমাদের সময়/csb24.com –
১০২০ টাকা
৫। এম. সালাহ উদ্দিন আকাশ, সম্পাদক, রাইজিং কক্স ডটকম ১০২০ টাকা
৬। মুবিনুল হক রাহাত, সম্পাদক, উখিয়া সময় ১০০০ টাকা
৭। আলাউদ্দিন সিকদার, পালংখালী, পার্বত্য নিউজ ১০২০ টাকা
৮। এম. কলিম উল্লাহ, জেলা প্রতিনিধি, ওলামাকন্ঠ ১০০০ টাকা
৯। অধ্যাপক আকতার চৌধুরী, সম্পাদক, কক্সবাজার নিউজ ২০০০ টাকা
১০। হেলাল উদ্দিন, সম্পাদক, কক্স বিডি নিউজ ৫০০০ টাকা
১১। রফিক মাহমুদ, দৈনিক দেশ-বিদেশ/সিএসবি২৪ডটকম ১০২০ টাকা
১২। এইচ.কে রফিক উদ্দিন, উখিয়া নিউজ টুডে ১০০০ টাকা
১৩। জসিম আজাদ, সম্পাদক, ডিবিডি নিউজ ২০০০ টাকা
১৪। আব্দুল্লাহ হিরো, সঙ্গীতশিল্পী, উখিয়া ৫১০ টাকা
১৫। শহীদুল ইসলাম, দেশ রূপান্তর/কক্সবাজার টু ডে ১০০০ টাকা
১৬। মাহবুল আলম মিনার, কক্সবাজার একাত্তর ৪০০ টাকা
১৭। রিদুয়ানুল হক, বাংলা পত্রিকা ৫০০ টাকা
১৮। মো: ইমরান, বিবিসি নিউজ বিডি২৪ ১০০০ টাকা
১৯। তোফাইল মিয়া, বিবিসি নিউজ বিডি২৪ ১০০০ টাক
২০। এড. আজাদ, আজাদ এন্টারপ্রাইজ, উখিয়া ১০০০ টাকা
২১। এমএইচ মাহমুদ, সংবাদদাতা, রাইজিং কক্স ডটকম ৫০০ টাকা
২২। মো: হেলাল উদ্দিন, ডেইলি কক্স নিউজ ১০২০ টাকা
আপনিও অসহায় মানুষদের পাশে দাঁড়াতে পারেন।
অসহায় মানুষদের পাশে দাঁড়াতে আর্থিক সহযোগিতা বিকাশ করুন ০১৮১৭-৩৫০১৩৫ (পার্সোনাল)।
সচেতনতায়- রাইজিং কক্স ডটকম
Leave a Reply