রাইজিং কক্স ডেস্ক : করোনাভাইরাস সংক্রমণ থেকে রক্ষা পেতে ম্যালেরিয়ার ওষুধ হাইড্রক্সিক্লোরোকুইন খেয়ে মারা গেছেন এক চিকিৎসক। সোমবার ভারতের আসামের গোহাটিতে এ ঘটনা ঘটেছে। হিন্দুস্তান টাইমস জানায়।
গৌহাটির প্রাইভেট হাসপতালের এনেস্থেশিয়ার ডাক্তার ৪৪ বছর বয়সী উৎপলজিত বর্মন রবিবার বিকেলে বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হন। হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়।
নির্মল কুমার হাজারিকা নামে প্রতীক্ষা হাসপাতালের সুপারেনটেন্ডেন্ট জানান, অসুস্থ বোধ করলে তাকে অন্য একটি হাসপাতলে নেয়া হয়। করোনার লক্ষণ দেখা দিলেই অনেক চিকিৎসক হাইড্রক্সিক্লোরোকুইন খাচ্ছেন। তবে বর্মন ঠিক কি পরিমান ওষুধ নিয়ে ছিলেন সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।
এদিকে, করোনাভাইরাস হওয়ার অত্যন্ত সম্ভাবনা রয়েছে, এমন ব্যক্তিরা হাইড্রক্সিক্লোরোকুইন খেতে পারেন বলে অনুমোদন দিয়েছে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ। যে সব স্বাস্থ্যকর্মীরা সরাসরি করোনা রোগীর সংস্পর্শে আসছেন বা রোগীর সরাসরি সংস্পর্শ আসা আত্মীয় অথবা করোনা নিয়ে গবেষণা করা ল্যাবরেটরি কর্মীরা এই ড্রাগ নির্দিষ্ট মাত্রায় নিতে পারেন।
জনসচেতনতায়- রাইজিং কক্স ডটকম
Leave a Reply