আন্তর্জাতিক ডেস্ক : করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ৪১ হাজার ছাড়িয়েছে, মোট আক্রান্ত রোগী ৮ লাখের অধিক।
করোনায় ২৪ ঘন্টায় ইতালিতে ৮৩৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে মৃতের সংখ্যা ১২ হাজার ৪২৮ জন। আর বিশ্বে মৃতের সংখ্যা ৪১ হাজার ছাড়িয়েছে। আক্রান্ত হয়েছে আট লাখের বেশি মানুষ। ইতালিতে এ পর্যন্ত ৬৬ জন চিকিৎসক করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। মৃতের সংখ্যায় শীর্ষে থাকা ইতালিতে লকডাউনের সময় এপ্রিলের ১২ তারিখ পর্যন্ত বাড়ানো হয়েছে।
এদিকে যুক্তরাজ্যে করোনায় আক্রান্ত হয়ে ৩৮১ জন মারা গেছে। এ নিয়ে দেশটিতে মৃতের সংখ্যা প্রায় ১৮শ’। এছাড়ও, স্পেনে একদিনে মারা গেছে ৫৫৩ জন। ফ্রান্সে মারা গেছে যুক্তরাষ্ট্রে মারা গেছে আরও ২৫৯ জন।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ১০ লাখ মানুষকে এখন পর্যন্ত টেস্ট করা সম্ভব হয়েছে। যুক্তরাজ্যের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা জানিয়েছেন, সামাজিক দূরত্ব বজায় রাখায় পরিস্থিতি উন্নতির দিকে, কমিউনিটি পর্যায়ে ভাইরাসের সংক্রমণ কমতে শুরু করেছে।
Leave a Reply