নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন স্থানে যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য দেবাশীষ পাল দেবু ব্যক্তিগত উদ্যেগে খাদ্য সামগ্রী বিতরণ করেন। এসময় নিরাপদ দূরত্ব বজায় রেখে করোনা প্রতিরোধমূলক সচেতনতা মার্কস ও বিতরণ করা হয়।
দেবাশীষ পাল দেবু লকডাউনে কর্মহীন নিন্ম আয়ের মানুষের পাশে দাঁড়ানোর জন্য বিওবান মানুষদের আহবান জানান। নগরীর কাস্টম মোড়, বড়পোল, আনন্দবাজার, সবুজ বাগ, আদর্শপাড়া,ও ধোয়াপাড়া খাদ্যবিতরনকালে টিমটিতে উপস্থিত ছিলেন জাকের আহমদ খোকন, নায়েবুল ইসলাম ফটিক,শ্রমিক নেতা মো ইয়াকুব,জামিল আহমেদ মিলন,মাহবুব ,ময়না সোহেল,বাদল, ফারুক মো লোকমান,জাহিদ হোসেন খোকন,ফরহাদ আবদুল্লাহ,মো সালাউদ্দিন,আবু নাছের জুয়েল,মাহমুদুর রহমান,মো কায়সার ,মো মুনীর,মো রমজান,মো সজীব মো জিয়া,মো সুমন,মো ইয়াছিন,মো মাসুম,হৃদয় কুমার দাশ,মো জালাল প্রমুখ।
এসময় দেবাশীষ পাল দেবু এ সংকট মুহূর্তে হালিশহরের জনগনের পাশে থাকার আশ্বাস প্রদান করেন।
জনসচেতনতায়- রাইজিং কক্স ডটকম
Leave a Reply