অনলাইন ডেস্ক : বিখ্যাত মার্কিন ম্যাগাজিন ফোর্বসের এশিয়ার ৩০ বছরের কম বয়সী ৩০ জন উদ্যোক্তার তালিকায় উঠে এলেন বাংলাদেশের রাবা খান। তিনি সমাজের নানা বিষয়ে ব্যঙ্গাত্মক ভিডিও প্রকাশ করে সুপরিচিত হয়েছেন।
ফোর্বস ম্যাগাজিন আজ বৃহস্পতিবার তালিকাটি প্রকাশ করে। এতে রাবা খানকে ‘এন্টারটেইনার’ হিসেবে পরিচয় দেওয়া হয়। তাঁর উদ্যোগের নাম ‘দ্য ঝাকানাকা প্রজেক্ট’। রাবা খানের বয়স এখন ২০ বছর।
ফোর্বস জানিয়েছে, অনলাইনে প্রায় সাড়ে তিন হাজার মনোনয়ন থেকে তাদের গবেষকেরা ৩০ জন এশীয় নাগরিকের নাম বের করেছে, যাঁরা তালিকায় স্থান পেয়েছেন। ফোর্বসের ওয়েবসাইটে রাবা খানের একটি ছবির পাশে তাঁর একটি মন্তব্য জুড়ে দেওয়া হয়েছে। এতে রাবা বলেন, ‘ক্যামেরার সামনে থাকা আমাকে আনন্দিত করে। আমরা মন্তব্যগুলো মানুষকে আনন্দ দেয়, এটা বাড়তি পাওনা।’
ফোর্বস নিয়মিত বিশ্বের বিভিন্ন অঞ্চলের ধনী, প্রভাবশালী, অনুপ্রেরণাদায়ী ব্যক্তিত্ব ও উদ্যোক্তার তালিকা প্রকাশ করে। এ নিয়ে তারা পঞ্চমবারের মতো ‘৩০ আন্ডার ৩০ এশিয়া’ তালিকা প্রকাশ করল।
মোট ১০টি খাতে নামগুলো তুলে ধরেছে ফোর্বস। এর মধ্যে রয়েছে শিল্পকলা, বিনোদন, আর্থিক খাত, বিপণন ও বিজ্ঞাপন, খুচরা বিক্রি ও ই–কমার্স, প্রযুক্তি, উৎপাদন, স্বাস্থ্য ইত্যাদি। রাবা খান মনোনয়ন পেয়েছেন গণমাধ্যম, বিপণন ও বিজ্ঞাপন শ্রেণি থেকে।
Leave a Reply